# খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ “”অর্থনৈতিক শুমারীতে তথ্যদিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন””এই প্রতিপাদ্যকে সামনে রেখে অর্থনৈতিক শুমারী ২০২৪ -এর মুল শুমারির জোন পর্যায়ে সুপারভাইজার ও গণনাকারীগণের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
(৫ ডিসেম্বর ২৪ ইং) বৃহস্পতির সকাল ১০ টায় শোভনা ইউনিয়ন পরিষদের অডিটেরিয়ামে জোন-৩ এর খর্ণিয়া,শোভনা ও মাগুরখালী ইউনিয়নের ১০ জন সুপারভাইজার ও ৪৮ জন গণনাকারীর ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণের প্রথম দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা ও জোন ৩ এর জোনাল অফিসার মোঃ তারেক রহামনের পরিচালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরন্ঞ্জিত কুমার বৈদ্য। প্রশিক্ষণ কার্যক্রমে আইটি সুপারভাইজার হিসাবে ছিলেন মোঃ ফুহাদ হোসেন সজীব।
উল্লেখ্য, ৫ ই ডিসেম্বর থেকে ৮ ই ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে এবং ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ফিল্ড পর্যায়ে মূলশুমারী কার্যক্রমের তথ্য সংগ্রহের কাজ চলমান থাকবে।#