1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে একরাতে একই সময়ে মিটার বক্স ভেঙে দু’টি মিটার চুরি রাজশাহী পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসএসসি-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন  তানোরে আতঙ্কের নাম ‘রাসেল ভাইপার’ উপস্বাস্থ্যকেন্দ্রে নেই প্রতিষেধক, কৃষকদের জীবনে ঝুঁকি ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন সৌহার্দ্য বিশ্বাস এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীর শুভেচ্ছা বাঘার এক কলেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগের চেষ্টা, মামলায় কারাগারে তিনজন  ধোবাউড়ার ষ্টেডিয়াম চৌরাস্তা (সদর বিলপাড়) ভায়া রুস্তম মেম্বারের বাড়ি পর্যন্ত দু’ কিলো মিটার মাটির সড়কে ভোগান্তির শেষ নেই  তানোরে নাবিল গ্রুপের মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশ দূষণ, মারাত্মক দুর্গন্ধ, চাষাবাদ ব্যাহত তানোরে গভীর রাতে মুরগির বিষ্টা ফেলে পরিবেশ দূষণ, গ্রামবাসীর হাতে আটক দুই ট্রাক

ডা.কাজেম হত্যায় রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াও এজেন্টরা যুক্ত থাকতে পারে

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: ডা. গোলাম কাজেম আলী আহমেদের খুনের পুরো বিষয়টির একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এ হত্যাকান্ড নিয়ে আমরা কিছুটা সন্দেহে করছিলাম। এই খুনের সঙ্গে একটা গোষ্ঠির এজেন্টরা যুক্ত থাকতে পারে। সেই সময় আমরাও নিজেদের জীবন নিয়ে শঙ্কিত ছিল। আমাদের যখন পুলিশ থেকে বলা হচ্ছিল নিজের নিরাপত্তা নিয়ে চলেন। স্ইে সময় আমরাও গানম্যান পর্যন্ত ভাড়া করতে বাধ্য হয়ে ছিলাম। খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১ টার দিকে মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের রিউমাটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম মুর্শেদ জামান মিঞা এ কথা বলেন।

তিনি বলেন, খুনের ১৮ টা ইভেন্ট ঘটে। খুনগুলো ম্যানুয়ালি করা হয়েছিল। তার হার্টে দুইটা স্ট্যাপ করেছে। হার্ট তিনভাগ হয়ে গেছে। এটা কোন নর্মাল খুনি করতে পারে না। নির্বাচনে ঠিক আগ মুহূর্তে এমন পরিবেশ তৈরি করা হয়েছিল। এই যে সিডিআরগুলো নিয়ে ভিডিও ফুটেজগুলো নাই করে দিল, এটা কে পারে? তার মানে আপনি বোঝেন যে, এর সঙ্গে কে জড়িত ছিল। ঘটনার সময়কার সিসিটিভি কার্ট করে নেওয়া হয়েছে। ওখানকার আগে-পরের ফুটেজ আছে। তবে ওই সময়ের ফুটেজ নেই।

দোকানদার জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ও কয়েকটা এজেন্সি নিয়ে গেছে। আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং বলি, আপনারা তো ধরতে পারেন। কিন্তু তারা ধরছে না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. এম মুর্শেদ জামান মিঞা বলেন, ২০২৩ সালের ২৯ অক্টোবর ডা. গোলাম কাজেম আলী আহমেদ নৃশংসভাবে খুন হন। এ নৃশংস খুনের বিচার চেয়ে রাজপাড়া থানায় পরের দিন ৩০ অক্টোবর ডা. কাজেমের স্ত্রী ডা. ফারহানা ইয়াসমিন সোমা একটি খুনের মামলা দায়ের করেন। যে মামলা নম্বর- রাজপাড়া থানা-৩৪।

তিনি বলেন, খুনের ১ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট মামলার কোন অগ্রগতি দৃশ্যমান হচ্ছে না। এই শহরে জানমালের নিরাপত্তার জন্য এ শহরে শত শত সিসি ক্যামেরা লাগানো আছে। যে স্থানে ডা. কাজেম খুন হয়েছে সেখানেও সিসি ক্যামেরা লাগানো ছিল ও আছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এ খুনের ঘটনা তদন্ত করেছেন, কিন্তু ফ্যাসিবাদের দোসররা আসামী গ্রেফতারে কোন সহযোগিতা না করে বরং অজ্ঞাত কোন কারণে তারা বিলম্ব ঘটিয়েছে। এখন পর্যন্ত এ নৃশংস খুন সম্পর্কে কোন অগ্রগতি বা বিষয় জানতে পারছি না।

পরিবারের পক্ষ থেকে নিহতের বাবা যোগাযোগ করলে পিবিআই কর্তৃপক্ষ উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়েছে বলে জানাতে পারেননি। তিনি আরও বলেন, এ খুনের কোন সুষ্ঠু বিচার আমরা পাবো কি না! কারণ দীর্ঘ এক বছর সময়কাল অতিবাহিত হলেও কোন ধরনের সামান্যতম অগ্রগতি আমাদের জানানো হচ্ছে না। এ খুনের সাথে কারা জড়িত তা জানতে চায়। তার স্ত্রী-সন্তানেরাও জানতে চায় খুনি কে? কেন খুন করা হলো? পরিবর্তীত রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে তাই আজ আমরা নিহত ডা. কাজেমের বাবা মা, স্ত্রী-সন্তান, ভাই বোন, আত্মীয়-স্বজন ও সর্বন্তরের চিকিৎসকদের পক্ষ থেকে ডা. কাজেমের খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানাচ্ছি।

এ সময় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. ওয়াসিম হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. কাজী মহিউদ্দিন আহমেদ, নিহত ডা. কাজেম আলীর ঘনিষ্ঠ বন্ধু ডা. জাহাঙ্গীর হোসেনসহ রাজশাহীর সর্বস্তরের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট