# গোলাম রাব্বানী, হরিপুর প্রতিনিধিঃ দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় অদ্য ৯ই ডিসেম্বর সোমবার সকাল ১০ঃ৩০মিনিটে আন্তর্জাতিক দুর্নীতি দিবস -২৪, উপলক্ষে মানববন্ধন সহ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান খান, জনাব মোঃ সেলিম রেজা তালুকদার, সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি হরিপুর। উপজেলা কৃষি কর্মকর্তা , মো:রুবেল হোসেন, প্রজেক্ট অফিসার ওয়াল্ড ভিশন বাংলাদেশ মোছাঃরুমা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃজাকিয়া সুলতানা ,বীর মুক্তিযোদ্ধা শ্রী নগেন কুমার পাল মুক্তিযোদ্ধা কমান্ডার,বাংলাদেশ জামায়াতের উপজেলা সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় পার্টি দলের সভাপতি শাবানা বেগম হরিপুর উপজেলা শাখা , হরিপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তা বাদী দলের সভাপতি, মোঃজামাল উদ্দিন এবং বিভিন্ন দপ্তরের অফিস সহকারী সহ সকল ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় প্রধান অতিথি জনাব মোঃ আরিফুজ্জামান খান বলেন,আমাদের দেশে পরিবার থেকে শুরু করে বিভিন্ন সদর দপ্তরের দুর্নীতির ছোয়া লেগে আছে, দেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্য বদ্ধ হতে হবে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে হবে। তাই আমাদের দূর্নীতি প্রতিরোধ করতে সবাইকে সচেতন হতে হবে দূর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে।তাহলে দেশকে আরো সামনের দিকে ধাবিত করা সম্ভব হবে।#