# শাওন আমিন, নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও………………………………………………………
ঠাকুরগাঁও জেলার, বালিয়াডাঙ্গী উপজেলার গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে ইচ্ছেমত টাকার অংক বসিয়ে প্রায় শতাধিক লোকের বিরুদ্ধে চেক ডিজঅর্নারের মামলা করেছে।
সুদ ব্যবসায়ী বেলাল উদ্দীন তার ভাই ফইজুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কর্মচারী বজিরুল ইসলাম, হামিদুর রহমান ও রাকিবুল ইসলামকে বাদী করে ইচ্ছেমত ফাঁকা চেকের পাতা ও স্টাম্পে স্বাক্ষর নিয়ে মোটা অংক বসিয়ে সাধারণ মানুষকে হয়রানীমূলক মামলা দায়ের করেছে। ঋণ দেওয়ার নামে ফাঁকা চেক ও স্টাম্প নেয় পরে, ঋণ পরিশোধ করা হলেও তা ফেরৎ না দিয়ে সেই ফাঁকা চেক ও স্টাম্প দিয়ে মিথ্যা মামলা করে অনেক পরিবারকে ঘরবাড়ী ও এলাকা ছাড়া করেছে। তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী, আত্মহত্যার ঘটনা বা আত্মহত্যার চেস্টার ঘটনা ঘটেছে গ্রাকদের টাকা আত্মসাৎ করে নিয়ম বহির্ভূত ঋণ বিতরণ ও আদায়ের উচ্চ সুদ গ্রহণ, সাধারণ গ্রাহকদের হয়রাণী এবং মিথ্যা মামলা দায়েরে বিষয়ে ভূক্তভগি পরিবার আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভূক্তভোগী এক গ্রাহক জানান, হঠাৎ টাকার গরম হওয়ায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন কাউকে সম্মান করে না। বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মচারীদের চড়া সুদের উপর টাকা দিয়ে ব্যাংকের চেক ও স্ট্যাম্প নিয়ে রেখেছে বেলাল । ভুক্তভোগীর নাম, ঠিকানা ও টাকার অংক উল্লেখ করা হলোঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আশ্রমপাড়া গ্রামের তফিজুল ইসলামের ছেলে মো: এসএম সহিদুল ইসলাম তুষার এর নামে ৩৫,০০,০০০/- (পয়ত্রিশ লক্ষ টাকা)। ২টি চেকের মামলা পৃথকপৃথক ভাবে দায়ের করেছেন বাদী- সফিকুল ইসলাম ও মো: বেলাল উদ্দীন।
বালিয়াডাঙ্গী উপজেলার আশুতোষ দেবনাথ এর ছেলে কুলদ্বিপ দেবনাথ, সহকারী শিক্ষক (ইংরেজি) ভানোর এন এইচ উচ্চ বিদ্যালয়। এর নামে ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ টাকা) মামলা দায়ের করেছেন, বাদী- মো: বেলাল উদ্দীন। বালিয়াডাঙ্গী উপজেলার ছোটসিংহিয়া গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে মো: তাজিম উদ্দীনের নামে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা) মামলা দায়ের করেছেন বাদী- বজিরুল ইসলাম। বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর গ্রামের মৃত কসির উদ্দীনের ছেলে বেলাল এর নামে ৩টি নামে ৪৩,০০,০০০/- (তেতাল্লিশ লক্ষ টাকা) )। ৯টি চেকের মামলা পৃথকপৃথক ভাবে দায়ের করেছেন বাদী মো: বেলাল উদ্দীন, হামিদুর রহমান, সফিকুল ইসলাম।
রাণীশংকৈল উপজেলার নেকমরদ ফরিদাপাড়া গ্রামের মো: আব্দুর রহিম এর ছেলে আমির আহম্মেদ এর নামে ১,১০,০০,০০০/- (এক কোটি দশ লক্ষ টাকা) )। ২টি চেকের মামলা পৃথকপৃথক ভাবে দায়ের করেছেন বাদী ২টি বাদী- মো: সফিকুল ইসলাম, ফইজুল ইসলাম। ঠাকুরগাঁও সদর উপজেলার লোকায়ন পার্কের পাশ্বে আকচা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত উদয় চন্দ্র রায় এর ছেলে শ্রী বিকর্ণ চন্দ্র রায়, ১০,০০,০০০/- (দশ লক্ষ টাকা) মামলা দায়ের করেছেন বাদী-মো: রাকিবুর রহমান। বালিয়াডাঙ্গী উপজেলার জোতপাড়া গ্রামের মৃত এরশাদ আলী মাস্টারের নামে ৬৫,০০,০০০/- (পয়ষট্টি লক্ষ টাকা) )। ২টি চেকের মামলা পৃথকপৃথক ভাবে দায়ের করেছেন বাদী – সফিকুল ইসলাম ও বজিরুল ইসলাম।
বালিয়াডাঙ্গী উপজেলার ছোট সিংগিয়া গ্রামের চাড়োল ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো: আব্দুল বারেক মন্টু এর স্ত্রী মোছা: শেফালী খাতুন, এর নাম ১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ টাকা) মামলা দায়ের করেছেন বাদী- মো: সফিকুল ইসলাম। পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামের মৃত সলিম উদ্দীনের ছেলে আব্দুল হক এর নাম ৭,০০,০০০/- (সাত লক্ষ টাকা) মামলা দায়ের করেছেন বাদী- মো: বেলাল উদ্দীন। বালিয়াডাঙ্গী উপজেলার মৃত খতিবর রহমান এর ছেলে আনোয়ার হোসেন এর নামে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ টাকা) মামলা দায়ের করেছেন বাদী- মো: বেলাল উদ্দীন। বালিয়াডাঙ্গী উপজেলা গিয়াস উদ্দীনের ছেলে মনজুর আলম বাবু এর নামে ৯,০০,০০০/- (নয় লক্ষ টাকা) মামলা দায়ের করেছেন বাদী মো: সফিকুল ইসলাম। বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ডাঙ্গাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নাজীম উদ্দীনের ছেলে মামুন বাদশা এর নামে ৬,০০,০০০/- (ছয় লক্ষ টাকা) মামলা দায়ের করেছেন বাদী মো: বেলাল উদ্দীন।
এছাড়াও ঠাকুরগাও সদর বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ বিভিন্ন এলাকার মানুষের বিরুদ্ধে চেকের মামলা করেছে। আরো মামলা করার প্রস্তুতি করে রেখেছে।
এব্যাপারে এলাকাবাসি চরম ক্ষোভ প্রকাশ করেছে। তারা স্থানীয় জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি করেছে।