মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুব আলমের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের পর কোনো ব্যবস্থা না নেওয়ায় বিক্ষুব্ধ অভিভাবকেরা সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন।
অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই ছাত্রীদের গায়ে হাত দেন। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে মুখ চেপে ধরে শ্লীলতাহানি করেন তিনি। ভয়ে ওই ছাত্রী এখন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় রোববার বেশ কয়েকজন অভিভাবক প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। তবে পরদিন কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বিক্ষোভে নামেন।
অভিযুক্ত শিক্ষক শাহাবুব আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ স্কুলের অভ্যন্তরীণ বিষয়। আমাকে ফাঁসানো হচ্ছে। তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।’
এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘‘লিখিত অভিযোগে শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া ও মারধরের কথা উল্লেখ থাকলেও ২ সেপ্টেম্বরের শ্লীলতাহানির বিষয়টি লেখা হয়নি। বিষয়টি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
অভিভাবকেরা জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।#