মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর ও আলোচিত মাদক মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি মো. শুভ (৩৫) গ্রেফতার হয়েছে।
র্যাব জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-৪ সিপিসি-৩, মানিকগঞ্জের যৌথ অভিযানে শিবগঞ্জ থানাধীন ধুবরা বাজার এলাকা থেকে আসামি শুভকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালে ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়লে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালত থেকে জামিনে বের হয়ে শুভ ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে। মামলার শুনানি শেষে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে এবং সাজা পরোয়ানা জারি করে।
পলাতক আসামিকে ধরতে র্যাব দীর্ঘদিন ধরে ছায়া তদন্ত চালায়। সর্বশেষ সোমবার রাতে র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।#