মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফুলতলা, কোচলাপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স আলতা প্লাস্টিক অ্যান্ড মেটাল’ নামক প্রতিষ্ঠানে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট ২০২৫) জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম বন্ধ করে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশ ও নেসকো-১ চাঁপাইনবাবগঞ্জের কর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, “অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের ফলে পরিবেশের ভয়াবহ ক্ষতি হয় এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। জেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করে দেবে।
জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়া ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করে আসছিল। এতে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির শঙ্কা দেখা দেয়। এ ধরনের অনিয়ম ঠেকাতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নিয়মিত নজরদারি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।#