মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ২৫মে ২৫ ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ নাচোলে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টায় নাচোল ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। এর আগে ভূমি অফিস কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি নাচোল রেল স্টেশন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, নাচোল ভূমি অফিসেরে সার্বিয়ার লেমন কাওসার, ফতেপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম, নাচোল সদর ইউনিয়ন কর্মকর্তা নেজাম উদ্দিন, নেজামপুর ইউনিয়ন কর্মকর্তা রবিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত।#