বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে।
উক্ত অনুষ্টানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন , বাংলাদেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সালাম দিবেন বিএনপির নেতাকর্মীরা। আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে দেশে বহুল প্রত্যাশার নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের রাজনীতি বা এ দেশের কেউ নয় সেটা তারাই প্রমাণ করেছে। তাদের নিজেদের দলেই কোন গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগের ডিএনএ কোন গণতন্ত্র নেই। তাই সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।
নাম উল্লেখ না করে একটি রাজনীতি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাতপাখার সঙ্গে আরেকটি দল যুক্ত হয়েছে, যে দলটি সব সময় বাংলাদেশে বিভ্রান্তিকর রাজনীতি করেছে। এক সময় যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে, এবার তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। ‘যারা আজ সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছেন, খানা-পিনা খাচ্ছেন, সন্ধ্যা বেলা চলে যাচ্ছেন, তারা কোন সিদ্ধান্ত দিচ্ছেন না।
দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির তিনি আরো বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়েছে। ঘরে ঘরে গিয়ে কর্মীদেরকে ধানের শীষের পক্ষে সালাম দিবেন। বাংলাদেশের নির্বাচন পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে। সংস্কারের মধ্য দিয়ে দেশের জনগণের আশার প্রতিফলন হবে। গত ১৭ বছর বাংলাদেশে কোন রাজনৈতিক পরিবেশ ছিল না মন্তব্য করে তিনি বলেন, রাজনীতি বন্দি ছিল কারাগারে, রাজনীতি বন্দি ছিল লন্ডনে, রাজনীতি বন্দী ছিল শিলংয়ে। এরকম উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ ছিল না।
শনিবার বিকালে দ্বিবার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক। সভা উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ। চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলীর পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, চকরিয়া পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে আগামী বাংলাদেশকে সুন্দর কিছু উপহার দিবার প্রত্যয় ব্যক্ত করে।#