# সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদ তারেক হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।
গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ জুলাই) সকালে চৌডালা ইউনিয়নের ইসলামপুর গোরস্থানে শহিদ তারেকের সমাধিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ আব্দুস সামাদ পুলিশ সুপার রেজাউল করিম, বিপিএম-সেবা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী সহ শহিদ তারেকের বাবা আসাদুল ইসলামকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা ওয়াদুদ আলম সহ জেলা ও উপজেলার উদ্ধতন কর্মকর্তা, সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা সহ শিক্ষার্থীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ তারেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শেরে বাংলানগরে ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে শহিদ তারেক হাসানের পেটে চারটি এবং বাম হাতে একটি গুলি লাগে। পরবর্তীতে ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।#