
মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন এবং পরবর্তীতে সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্নীতি একটি অভিশাপ এবং বর্তমানে এটি সারা বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। দুর্নীতি প্রতিরোধের মূল সচেতনতা কেন্দ্র হচ্ছে পরিবার। আমরা যদি পরিবার থেকে সচেতন হই, তবে সমাজ থেকে দুর্নীতি অনেকটাই রোধ করা সম্ভব। এই অভিশাপের বিরুদ্ধে জনে জনে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।’
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরওয়ার জাহান সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ গুরুত্ব পায় দুর্নীতি রোধে সরকারি পদক্ষেপ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমি এই উপজেলার সকল প্রকার দুর্নীতি রোধ করতে সদা প্রস্তুত।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট)-এর সভাপতি আসাদুল্লাহ আহমদ এবং আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সচিব খায়রুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণ প্রজন্মের একতার ওপর বিশেষ জোর দেন।#