1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলা অনুষ্ঠিত বাঘায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস’২৫ পালিত দর্শন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঘায় রোকেয়া দিবস পালন, চার জয়িতা নারী পেলো রোকেয়া সন্মাননা ক্রেস্ট ও সনদ চাঁপাইনবাবগঞ্জে পৃথক  সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক সারিয়াকান্দিতে উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জমিনপুর সীমান্তে আবেগঘন মুহূর্ত, শেষবারের মতো মায়ের মুখ দেখলো মেয়ে ও স্বজনরা পত্নীতলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত মায়ের মরদেহ দেখার সুযোগ পেলেন ভারতে থাকা মেয়ে মালেকা বেগম রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন এবং পরবর্তীতে সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্নীতি একটি অভিশাপ এবং বর্তমানে এটি সারা বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। দুর্নীতি প্রতিরোধের মূল সচেতনতা কেন্দ্র হচ্ছে পরিবার। আমরা যদি পরিবার থেকে সচেতন হই, তবে সমাজ থেকে দুর্নীতি অনেকটাই রোধ করা সম্ভব। এই অভিশাপের বিরুদ্ধে জনে জনে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।’

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরওয়ার জাহান সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ গুরুত্ব পায় দুর্নীতি রোধে সরকারি পদক্ষেপ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমি এই উপজেলার সকল প্রকার দুর্নীতি রোধ করতে সদা প্রস্তুত।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট)-এর সভাপতি আসাদুল্লাহ আহমদ এবং আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সচিব খায়রুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণ প্রজন্মের একতার ওপর বিশেষ জোর দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট