
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমান্তে আটক দুই ভারতীয় জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে বাংলাদেশ বিজিবি ও ভারতের বিএসএফের বিওপি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাদের ভারতে হস্তান্তর করা হয়।
এর আগে বুধবার সকালে সীমান্ত নদী পুনর্ভবা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে মাছ ধরতে এলে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন) এর চাঁড়ালডাঙ্গা বিওপি এবং ভারতের ৮৮ বিএসএফের তিলাশন বিওপি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে দুই জেলেকে ফেরত দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম।#