শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. তামশিদ ইরাম খান। গাইবান্ধার জেলার গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় দুই মাস সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য ছিল। গত সোমবার (১৩ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত অফিস আদেশে মো. তামশিদ ইরাম খানকে গোবিন্দগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হয়।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে যোগদান করেছেন। বুধবার (১৫ অক্টোবর) থেকে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তাঁর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. তামশিদ ইরাম খান উত্তরবঙ্গের রংপুর সদর জেলার বাসিন্দা।#