মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অন্তর্গত চর আশারিয়াদহ ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
১৮ জুলাই ২০২৫ ( শুক্রবার) তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ ইউনিয়নের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং চলমান ও সম্ভাব্য উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে ইউএনও ফয়সাল আহমেদ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম ও সেবাদান পদ্ধতি প্রত্যক্ষ করেন এবং আরও গতিশীল ও জনগণমুখী সেবা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন। এদিন ওয়ার্ড ভিত্তিক স্পোর্টিং ক্লাবের সদস্যদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়, যাতে করে স্থানীয় তরুণদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং কিশোর-তরুণরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।
এছাড়াও শিশুদের জন্য আনন্দদায়ক ও সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে “মিনি শিশু পার্ক” নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন ইউএনও। অচিরেই এই পার্কের নির্মাণকাজ শুরু হবে বলে জানা গেছে। পার্কটি সম্পূর্ণভাবে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
ইউএনও ফয়সাল আহমেদ আরও জানান, শিশুদের পাশাপাশি কিশোর-তরুণদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে ইউনিয়নের খেলার মাঠ সংস্কারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে প্রাথমিক পরিকল্পনা ও জরিপের নির্দেশনা দেওয়া হয়েছে। চরাঞ্চলের মানুষের জন্য এমন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা বহন করে। ইউনিয়ন পর্যায়ে এই ধরণের পরিকল্পিত ও বাস্তবমুখী উদ্যোগ স্থানীয় উন্নয়নকে আরও বেগবান করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।#