
# জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারাংপুর কলেজ মোড় এলাকায় ওয়াসার মেগা প্রকল্পে কর্মরত শ্রমিকদের বিক্ষোভের কারণে রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বেতন কর্তন ও সরঞ্জামের নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে শ্রমিকেরা আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ৯ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, হুনান কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার গ্রুপ কোম্পানি লিমিটেডের (চায়না প্রজেক্ট) ম্যানপাওয়ার-দায়িত্বে থাকা কর্মকর্তারা মাস শেষে বেতন থেকে অযৌক্তিকভাবে টাকা কেটে নেন। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বাবদও অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এসব কারণে তারা একজোট হয়ে বিক্ষোভে নামেন।

বিক্ষোভ শুরুর পর দুদিকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাবিগুলো হচ্ছে: ১. ৮ ঘণ্টা কাজের পূর্ণ বেতন নিশ্চিত করা। ওভারটাইমের মজুরি বেসিকের দেড় গুণ হারে দেওয়া। ২. সরকারি শ্রম আইন মানতে হবে। ৩. শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে কমপক্ষে ৯০ দিন আগে নোটিশ বা নোটিশ না দিলে ৯০ দিনের বেতন পরিশোধ। ৪. শ্রমিকদের জন্য চিকিৎসা ভাতা বা ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করা। ৫. প্রয়োজনীয় সব পিপিই বিনামূল্যে সরবরাহ। ৬. প্রতি মাসের ১–২ তারিখের মধ্যে বেতন প্রদান। ৭. ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মূল বেতনের ৫০ শতাংশ বোনাস। ৮. রাতের শিফটে শ্রমিকদের খাবারের ব্যবস্থা। ৯. শুক্রবার অর্ধদিন কাজের পর ছুটি দেওয়া।
মহাসড়ক অবরোধ তুলে নেওয়ার পর শ্রমিকদের প্রতিনিধিরা স্থানীয় প্রশাসন ও প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে শ্রমিকদের অভিযোগ ও দাবিগুলো নিয়ে আলোচনা চলছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হাসান বাসির বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শ্রমিকদের দাবিগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আলোচনার মাধ্যমে যাতে সমাধান হয়, সে বিষয়ে আমরা কাজ করছি।#