# গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক স্থাপিত প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির ব্যানারে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় গোদাগাড়ী সদর ডাইংপাড়া মোড়ে এ মানবববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে তুলে ধরা দাবিগুলো হলো- ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে, ৫০-৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের একই মূল্য নির্ধারণ করতে হবে ও গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডিমান্ড চার্জ বাতিল করতে হবে।
আয়োজকরা অভিযোগ করেন, ডিজিটাল প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি করছে। এটি জনদুর্ভোগ ও জনবিরোধী সিদ্ধান্ত। বিভিন্ন সরকারি অফিসে পোস্ট-পেইড মিটার চালু থাকলেও সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রিপেইড মিটার। এতে ভোগান্তি ও অতিরিক্ত বিলের বোঝা বাড়ছে। তাই অবিলম্বে এ ধরনের মিটার স্থাপন বন্ধ করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রিপেইড মিটার অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। জরিপ ছাড়া জোরপূর্বক গ্রাহকদের ওপর এই প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া যাবে না। গোদাগাড়ীতে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় গোদাগাড়ীবাসী কঠোর আন্দোলনে নামবে।
মানববন্ধন শেষে আয়োজকদের একটি প্রতিনিধি দল গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্নের কাছে স্মারকলিপি জমা দেন। মানববন্ধনে কর্মসূচিতে গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলার সভাপতি ডঃ মোহাম্মদ ওবায়দুল্লাহ ,গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যাপক মজিবুর রহমান, গোদাগাড়ী শিশু নিকেতনের সাবেক অধ্যক্ষ এস এম বরজাহান আলী পিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ মানুষগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।#