মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক মহাত্মা গান্ধী পদকপ্রাপ্ত ও গণমাধ্যম অঙ্গনের অন্যতম গুণী ব্যক্তিত্ব, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক ফয়সাল আজম অপু এবার ভূষিত হলেন ‘৭১ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননায়। রাজধানীর মালিবাগে অবস্থিত স্কাই সিটি ফোর স্টার হোটেলের ব্যাঙ্কোয়েট হলে ২৫ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় আয়োজিত ৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ জয়নুল আবেদিন। সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও ৭১ মিডিয়া ভিশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচকের আসন অলংকৃত করেন একুশে পদকপ্রাপ্ত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খাতুন, এনটিভির পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রীর চিফ ফটোগ্রাফার নুর উদ্দিন আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা, সংগীতশিল্পী ফেরদৌস আরা, মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী দীপা খন্দকার, জাসাস সহ-সভাপতি লিয়াকত আলী ও ইভেন্ট সিটির সিইও হাসান ইকরাম আহমেদ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় দেশের খ্যাতনামা নৃত্য ও সংগীতশিল্পীরা পারফর্ম করেন। ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর কে রিপন জানান, এবারের আয়োজনে সাংবাদিকতা, ব্যবসা, চলচ্চিত্র, নাটক, সংগীত, সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা সহ মোট ২০টি ক্যাটাগরিতে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। সাংবাদিক ফয়সাল আজম অপু ছাড়াও সম্মাননা পেয়েছেন চিত্রপরিচালক শিহাব শাহিন, অভিনেত্রী পূজা চেরী, মন্দিরা চক্রবর্তী, চিত্রনায়ক আদর আজাদ, অভিনেতা ফারহান আহমেদ জোভান, যাহের আলভী, মুকিত জাকারিয়া, অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি, সুনেরাহ বিনতে কামাল, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সংগীতশিল্পী তানজিব সরোয়ার, উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি, তাসনুভা হৃদি, মডেল ইলিয়াস বি কে প্রমুখ।
এদিকে, গুণী এই সাংবাদিককে আগামীকাল ২৬ জুলাই বিকেল ৪টায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত মিডিয়া অ্যান্ড উদ্যোক্তা আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানেও সম্মাননায় ভূষিত করা হবে। এই আয়োজনে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্টজন ও মিডিয়া ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানটি আয়োজন করছে স্টার বাংলাদেশ মিডিয়া ও জাতীয় দৈনিক অভয়নগর। উল্লেখ্য, সাংবাদিক ফয়সাল আজম অপু দীর্ঘদিন ধরে গণমাধ্যমে নিষ্ঠা, সত্যনিষ্ঠতা ও সমাজবিষয়ক সাংবাদিকতায় অনন্য ভূমিকা রেখে চলেছেন।#