মো: শাহাদাৎ হোসেন খোকন/সুমা, গাইবান্ধা থেকে………..
বিএসটিআইও পরিবেশ অধিদপ্তরের অঅনুমোদিত গাজীপুর তিলারগাতি বাগানবাড়ি কোয়েল ফ্যাক্টরি দেদারসে অবৈধভাবে কার্যক্রম এবং অবৈধ ব্যবসা দীর্ঘ দিন ধরে চালিয়ে আসছে। যেহেতু সরকার অনুমোদিত নয় সেজন্য ফ্যাক্টরিটি অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসি।
এলাকাবাসীর অভিযোগ, এ কারখানাটি কোন রকম নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধবাবে কয়েল বাজারজাত করছে। এটি লোকালয়ে হওয়ায় পরিবেশও দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই এর কোন নির্দেশনা নেই। তারপরও থেমে নেই উৎপাদন ও বাজার বিপনন।
এব্যাপারে বিএসটিআই কোনরূপ মন্তব্য করেনি। তবে ধারণা করা হচ্ছে বিএসটিআই এর সঙ্গে এদের যোগসূত্র রয়েছে। তবে বিএসটিআই কোন দিনই এ কারখানাটি পরিদর্শন করেনি বলে জানাগেছে।
নকল কয়েল অবাধে উৎপাদন এবং বিক্রির কারণে দেশের মানুষ প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে । দেশের বৃহত্মেতর স্নেবার্থেইর কথা বিবেচনা করে অবিলম্বে উক্ত কয়েল ফ্যাক্টরী বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসি।#