# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি…………………………………..
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট সন্তান শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন। তখন রাসেলের বয়স ছিল ১০ বছর। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত সে। ২০২১ সালে গৃহীত মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ১৮ অক্টোবর সারাদেশের ন্যায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়। বিকাল ৪টার সময় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্দোগ্য শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেখ রাসল এর জন্ম দিন উপলক্ষে আলোচনা বীর মুক্তিযুদ্ধা আব্দুল মতিন সরকার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি ও কালীগঞ্জের মাটি ও মানুষের প্রানের নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড্য: আশরাফী মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তসলিমা রহমান লাভলী, কালীগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জ পৌরসভার ০৫ নং ওয়া র্ড কাউন্সিলর আশরাফুল আলম রিপন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ইব্রাহিম খন্দকার ,জাতীয় শ্রমীক লীগ কালীগঞ্জ উপজেলা শাখার, সভাপতি মেরাজুল করিম হামীম, সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন ভান্ডারী,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান ভুঁইয়া, কার্য নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন,কালীগঞ্জ পৌর আওয়ামী যুব লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন, সহ সভাপতি মোঃ লোকমান হোসেন (পনির) উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না বাদল,সহ সাধারণ সম্পাদক রুনা বেগম, সাংগঠনিক সম্পাদক শিখা বেগম, দোয়া পরিচালনা করেন মুনশুরপুর মদিনাতুল মনোয়ারা মাদ্রাসা পিন্সিপাল ও বালীগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা আবু হানিফ প্রমূখ।
১৯৫২ ভাষা আন্দোলন এর সকল শহীদ, জাতীয় চার নেতার রুহের মাগফেরাত, ১৯৭১ সালের মহান স্বাধীনতা দিবস সকল শহীদের এবং ১৯৭৫ এর ১৫ আগষ্টের শেখ মজিবুর রহমান এর পরিবার এর সকল এ-র জন্য ২৭ শে সেপ্টেম্বর জাতীয় বীর শহিদ মোহাম্মদ ময়েজউদ্দিন আহমেদ এর এবং ১৯৯০ সালে গনতন্ত্রের দাবীতে অংশগ্রহণ কারী যারা শহীদ হয়েছেন,আহাসান উল্লাহ মাষ্টার এর স্মরণে দোয়া কামনা করেন,এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ এর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে দোয়া মাহফিল শেষ হয়।#