মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় আজ ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে একটি মামলায় জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারায় পরিচালিত এ অভিযানে ১টি মামলায় মোট ৫,০০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আজিমউল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর, গাজীপুর। আদালত পরিচালনায় সহায়তা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।
আমাদের৷ প্রতিনিধিকে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানিয়েছেন যেপাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা ও পরিবেশবান্ধব উদ্যোগকে এগিয়ে নিতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।#