গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ- গাইবান্ধা সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ৪ জনার বিরুদ্ধে মামলা দায়ের গ্রেফতার দাবি শাহরিন সুলতানা সুমা মামলা সূত্রে জানা গেছে গাইবান্ধা সদর থানা অধীন লক্ষীপুর তেঁতুল তলা রুহুল আমিনের বাড়িতে নিউজ করার কথা বলে শাকিব মিয়া কল করে ডেকে নিয়ে গিয়ে লাঞ্চিত ও বেদম মারপিট করে শাকিব মিয়া লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
এরপর শরীরের বিভিন্ন জায়গায় ছোলাফেলা জখম করে ২ নং বিবাদী শাহিন মিয়া অসৎ উদ্দেশ্যে ওড়না টানিয়া খুলিয়া শ্লীলতাহানি করে যুবরাজের হুকুমে, ৪ নং৩ বিবাদী শাহিনুর বেগম বাদী গলা থেকে ১ ভরি স্বর্ণ চেন কেড়ে নেয়। বাদীমোছাঃ শাহরিন সুলতানা সুমা সাংবাদিক দৈনিক প্রতিদিন খবর জেটিভি 24 ষ্টাফ রিপোর্টার আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক কর্মরত আছে।
বাদী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মাইক্রোবাস নিয়ে গিয়ে ২৯/০৯/২০২৩ ইং তারিখে সাক্ষী ১. মোছাঃ মুন্নি আক্তার পিতা মহাসিন মিয়া ২ মোছাঃ রোসনা বেগম স্বামী মহাসিন মিয়া উভয়ের সাং শান্তিরাম নূরের টারী ওয়ার্ড নং ৪, থানা সুন্দরগন্জ জেলা গাইবান্ধা ৩. মোঃ শাহাদাৎ হোসেন খোকন পিতা মৃত সাখাওয়াত হোসেন ৫. মোছাঃ নাহিদা সুলতানা স্মৃতি স্বামী মোঃ শাহাদাৎ হোসেন খোকন ৫ মোছাঃ সালেহা বেগম স্বামী মৃত সাখাওয়াত হোসেন উভয়ের সাং নলডাঙ্গা ওয়ার্ড নং ২থানা সাদুল্যাপুর জেলা গাইবান্ধা মামলা নং ২৩/২৪ গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুল মতিন স্যার গাইবান্ধা সদর থানা তদন্ত দিলে গাইবান্ধা সদর থানা এস আই জোবায়ের বাদী সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা পক্ষে রিপোর্ট পাঠিয়ে দেন, ১ শাকিব মিয়া পিতা যুবরাজ মিয়া ২ শাহিন মিয়া পিতা যুবরাজ ৩ যুবরাজ পিতা মৃত জরমাল ৪ মোছাঃ শাহিনুর বেগম স্বামী যুবরাজ উভয়ের সাং মধ্য শান্তিরাম ওয়ার্ড নং ৩ থানা সুন্দরগন্জ জেলা গাইবান্ধা ওয়ারেন্ট ইস্যু করে গাইবান্ধা সদর থানা পুলিশ এস আই জোবায়ের আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিৎ বলে জানিয়েছেন।
এলাকাবাসী গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ এস এম গালিব হাসান মারামারি মামলা নং 23/24 তারিখ ৩০/০৯/২০২৫ ইং তারিখে চার্জ গঠন করে সাক্ষী তলব করা দরকার বলে মনে করে।