শাহাদাত হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পোষ্ট অফিসের পোষ্ট মাস্টার রফিকুল ইসলাম ও পোষ্ট ম্যান মোঃ নূরুল হুদা (ডাক পিয়ন ) এর বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম গাফলতি ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
পোস্ট মাষ্টার রফিকুল ইসলাম তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন না করে এদিক সেদিক টাইম পাস করে ঘুরে বেড়ান। প্রতিদিনই তিনি দেরিতে আফিসে আসেন। অন্যান্য সকল কাজ দেরিতে হওয়ার ফলে ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। দেরিতে চিঠিপত্র ছাড়ার ফলে সাধারণ মানুষ চিঠিপত্র দেরিতে পেয়ে থাকেন। আর এ সুযোগে পোষ্টম্যান মোঃ নুরুল হুদা গড্ডালিকায় গা ভাসিয়ে ঘুরে বেড়ান। সঠিক প্রাপকের হাতে সঠিক সময়ে তিনি চিঠিপত্র বিলি না করে জনসাধারণের সাথে প্রতারণা করছেন বলে এলাকাবাসির অনেকে এ প্রতিবেদককে জানিয়েছেন।
জানা গেছে, এ পোষ্ট মাষ্টার রফিকুল ইসলাম ও পোষ্টম্যান মোঃ নুরুল হুদা চিঠিপত্র বিতরণ নিয়ে চিঠি প্রাপকদের অসদারণ ও অসৌজন্যমূলক আচরণ প্রায় করে থাকেন।তাদের দুর্ব্যবহার থেকে সাংবাদিরাও রেহাই পায় না। বামনডাঙ্গাবাসি অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দাবি করেছে।#