নলডাঙ্গা আনন্দ বাজার শামীমের দোকান থেকে আফিয়া লাইব্রেরী পর্যন্ত ড্রেন দিয়ে পানি বের হতে পারছেনা। ফলে এক প্রকার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেন মুখে পাইপ স্হাপন না করায় ৫০ টি পরিবার জনদুর্ভোগ এর কবলে পড়েছে । সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে, পরিবার পরিজন স্কুল কলেজ ছাত্রীরা শিশু বাচ্চারা পথ চলতে কষ্ট হয়। তাই জরুরী ভিত্তিতে অসামাপ্ত ড্রেন নির্মাণ কাজ শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী।