মো. শাহাদাত হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা :গাইবান্ধা নলডাঙ্গা রেলষ্টেশন চালু করার দাবি গাইবান্ধার নলডাঙ্গা রেলষ্টেশনটি জরুরী ভিত্তিতে চালু করা । এটি নলডাঙ্গাবাসী রেলষ্টেশন যা বিগত ১৬ বছর থেকে বন্ধ আছে , পার্শ্বে বামনডাঙ্গা ষ্টেশন সব ট্রেন থামে পুলিশ হত্যা হ ওয়ার পর ওক্লোজডাউন হয় নাই, অথচ নলডাঙ্গা ষ্টেশনে কোনো পুলিশ হত্যা হয়নি। তারপরেও ১৯ বছর থেকে ষ্টেশন টি বন্ধ রয়েছে । সবচেয়ে রাজস্ব আদায় হবে নলডাঙ্গা ষ্টেশনে ।
নলডাঙ্গাবাসীর একটাই দাবী সকল আন্তঃনগর ট্রেন ষ্টপিজ টিকিট সরবারহ করা দরকার বলে জানিয়েছেন নলডাঙ্গা এলাকাবাসী । আন্তঃনগর ট্রেনের ষ্টপেজ হবে বলে আশ্বাস দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। ফলে আজো কোনো ট্রেন দাঁড়ায় না। তাই নলডাঙ্গাবাসীর প্রাণের দাবি বুড়িমারী , লালমনির এক্সপ্রেস ট্রেন , করতোয়া এক্সপ্রেস ট্রেন, রংপুর এক্সপ্রেস ট্রেন, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সহ সকল আন্তঃনগর ট্রেন ষ্টপেজ টিকেট সরবারহ নিশ্চিত করতে হবে। নলডাঙ্গাষ্টেশন মাষ্টার , রেলপুলিশ , জি আরপি রেলথানা, ওভারব্রিজ, যাত্রী ছাউনী, ষ্টেশন মাষ্টার নিয়োগ, রংপুর এক্সপ্রেস ট্রেন রামসাগর এক্সপ্রেস ট্রেন এর টিকিট ব্যবস্থা, ও টিটি নিয়োগ দেওয়া প্রয়োজন। রামসাগর এক্সপ্রেস ট্রেন ভলান্টিয়ার সার্ভিস দেন নলডাঙ্গা এলাকাবাসী। রংপুর শ্যামপুর চিনিকল গ্যারেজের সুপার ভাইজার মোঃ জাহাঙ্গীর আলম, নলডাঙ্গা কাপড় ব্যবসায়ী মোঃ রেজাউল, মোঃ শফিকুল, কাপড় ব্যবসায়ী মোঃ কবির মিয়া, নলডাঙ্গা ঔষধ ফার্মেসি মোঃ জাহিদ মিয়া, আরো অনেক নলডাঙ্গা গন্যমান্য ব্যক্তিবর্গ নলডাঙ্গা রামসাগর এক্সপ্রেস ট্রেনে ভলেন্টিয়ার দায়িত্ব পালন করেন।
নলডাঙ্গা রেলষ্টেশন ১ টি এক্সপ্রেস ট্রেন দাঁডায় রংপুর এক্সপ্রেস ট্রেন নলডাঙ্গা রেলষ্টেশন কাজ শুরু হয়েছে, কিন্তু ঠিকাদার কাজ না শেষ করে পালিয়েছে। নলডাঙ্গা রেলষ্টেশন চালু হয়েছে ১০০০ফিট ্জএর স্থলে ১০০ ফিট কম দিয়ে ষ্টেশন কাজ শুরু করেছে তারপরও নলডাঙ্গা রেলষ্টেশন কাজ শেষ হয়নি। এব্যাপারে লিখিত আবেদন অন্তবর্তী সরকার এর প্রধান উপদেষ্টা, জেলা প্রশাসক গাইবান্ধা, বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ, রংপুর, স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ঢাকা মহাপরিচালক, ডি আর এম লালমনিরহাট, জিএম রাজশাহী, ও রেল উপদেষ্টা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় লিখিত দায়ের করা হয়েছে ।
সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা দৈনিক সবুজ নগর পত্রিকা জেলা প্রতিনিধি গাইবান্ধা নলডাঙ্গাবাসীর পক্ষে নিজ খরচে ১৬ আব্দুল গণি রোড ঢাকা মহাপরিচালক ও রেল উপদেষ্টা, রেল সচিব অপারেশন রুম, জি এম রাজশাহী ,চীফ অপারেটিং সিস্টেম, ডি আর এম লালমনিরহাট , ডিটি এস লালমনিরহাট স্বশরীরে উপস্থিত হয়ে কথা বলছেন। তারা সকলেই বলেছে সাংবাদিক হিসেবে আপনাকে আমরা গুরুত্ব দিচ্ছি প্রধান উপদেষ্টা ও রেল উপদেষ্টা কাছে নিকট আকুল আবেদন গাইবান্ধার নলডাঙ্গা রেলষ্টেশনটি জরুরী ভিত্তিতে চালু করা দরকার। রংপুর এক্সপ্রেস ট্রেন স্থায়ীকরন টিকেট সরবারহ, সকল আন্তঃনগর ট্রেন , টিকেট সরবারহ,লালমনি এক্সপ্রেস ট্রেন , করতোয়া এক্সপ্রেস ট্রেন, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন , বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ষ্টপেজ সকল সকল আন্তঃনগর ট্রেন ষ্টপেজ দেওয়া দরকার। নলডাঙ্গা ষ্টেশনের কাজ শুরু, নলডাঙ্গা জিআরপি থানা , নলডাঙ্গা ষ্টেশন মাষ্টার নিয়োগ নলডাঙ্গা বাসীরপ্রাণের দাবি ।#