শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ষ্টেশন এর কাজ ওভারব্রিজ নির্মাণ, যাত্রী ছাউনী নির্মাণ, ২ লাইনের কাজ নির্মাণ, ষ্টেশন মাষ্টার নিয়োগ, ষ্টেশন মাষ্টার এর পরিত্যক্ত ভবন ধসে পড়সে পরিত্যক্ত ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করা প্রয়োজন।
এছাড়াও যাত্রীদের বসার বেঞ্চ নির্মাণ, নলডাঙ্গা রেল জিআরপি থানা স্থাপন করা অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। সকল আন্তঃনগর ট্রেন ষ্টপিজ দিতে হবে এস্টশনে এরকম দাবি সকল এলাকাবাসির। বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সহ করতোয়া এক্সপ্রেস ট্রেন, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন , লালমনি এক্সপ্রেস , বুড়িমারী এক্সপ্রেস ট্রেন, রংপুর এক্সপ্রেস ট্রেন ষ্টপিজ সহটিকেট সরবারহ সকল ট্রেন ষ্টপিজ দরকার।
নলডাঙ্গা এলাকাবাসীর নলডাঙ্গা ঐতিহাসিক স্থান এখানে তুলসী লাহিড়ী জন্মস্থান। ছেঁড়া তার ও দুঃখিনী নামে ২ টা নাটক রচয়িতা হয়। নলডাঙ্গা স্কুল, কলেজ, হাসপাতাল ও মাদ্রাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। নলডাঙ্গা ৪০০ অধিক দোকান রয়েছে। এ ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি শেরে বাংলা নগর বঙ্গভবন ঢাকামাননীয় জনপ্রশাসন উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সচিবালয় ঢাকা, মাননীয় রেল উপদেষ্টা ওসমান গনি রোড ঢাকা ডি আর এম লালমনিরহাট, জিএম রাজশাহী, ডিটি এসৎ লালমনিরহাট, পুলিশ সুপার সৈয়দ পুর জিআরপি জেলা নীলফামারী রংপুর , ট্রাফিক সুপার ডিটি এস বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট জেলা প্রশাসক গাইবান্ধা বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় লিখিত আবেদন করা হয়েছে এর প্রতিকারের জন্য।#