ক্যাপশন: গাইবান্ধার নির্যাতিত সাংবাদিক সুমা।
শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর থানা অধীন লক্ষীপুর তেঁতুল তলা রুহুল আমিনের বাড়িতে নিউজ করার কথা বলে শাকিব মিয়া কলকরে ডেকে নিয়ে গিয়ে শাহরিন সুলতানা সুমাকে লাঞ্ছিত ও বেদম মারপিট করে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। ্এসময় ২ নং বিবাদী শাহিন মিয়া অসৎ উদ্দেশ্যে ওড়না টেনে শ্লীলতাহানির চেষ্টা করে ।সে আসামীরা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
সংবাদিক সুমাকে রড্ েএলোপাতাড়ীভাবে পিটিয়ে মারাত্মকভাবে যখম করে। নির্যাতনের সময় যুবরাজের নির্দেশে শাহিনুর বেগম সুমার গলা থেকে ১ ভরি স্বর্ণ চেইন ছিনিয়ে নেয়। বিবাদীর এলাকা হওয়ায় সেদিন তাকে বাঁচাতে কেউ এগিয়েি আসেনি। সেময় খবর পেয়ে তার বাবা সাংবাদিক মো. শাহাদত হোসেন খোকন ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সু চিকিৎস্যা জন্য। এসংক্রান্ত একটি মামলা গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলমান রয়েছে। সাংবাদিক সুমার প্রত্যাশা বিজ্ঞ আদালত সঠিক সিদ্ধান্ত নিবেন এবং তিনি নায্য বিচার পাবেন।
সংবাদিক সুমা দৈনিক প্রতিদিন খবর জেটিভি 24 ষ্টাফ রিপোর্টার ও আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির কর্মরত আছেন।এ সাহসী নারী, জীবন যুদ্ধে একাই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তার বাবা ছাড়া তার পাশে দাঁড়ানোর কেউ নেই। এমনকি গাইবান্ধার সংবাদকর্মীরা তার বিপদের দিনে এগিয়ে আসেনি। বরং তারা উপহাস করেছে, হিংসা করেছে এ নারী সাংবাদিকের সামনে পথ চলার। আজকের এই দিনে দেশের সকল নারী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থেকে আইনগত সকল সহায়তা প্রদানে এগিয়ে আসা দরকার।#