
মোঃ মিজানুর রহমান: খুলনা-১ আসনে আলহাজ্ব আমির এজাজ খানের মনোনয়ন দেয়ার দাবিতে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। মিছিলটি বটিয়াঘাটা বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ করে আবার বাজারে শেষ করেন।
আলহাজ্ব আমির এজাজ খান এই দাকোপ বটিয়াঘাটায় বিএনপিকে শুন্য থেকে বিজয়ের দারপ্রান্তে নিয়ে এসেছেন। দূরদিনে বিগত ৩০ বছর ধরে বিএনপিকে পরিচয় করিয়েছেন এই এলাকার মানুষের সাথে। জেল জুলুম, মামলা হামলা, সব কিছুকে উপেক্ষা করে এখনো তিনি রাজ পথে আছেন। এই এলাকার মানুষ ৫ আগষ্টের আগে আমির এজাজ খানকে ছাড়া কাউকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখেননি। যারা এসেছেন তারা ৫ আগস্টের পরের অতিথি। তাই আমির এজাজ খানকে ছাড়া এই এলাকার মানুষ অন্য কাউকে মেনে নেবে না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, জলমা ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতিকুজ্জামান আসিক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, কামরুল ইসলাম শিপার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক যথাক্রমে অহেদুজ্জামান ওয়াহেদ, কারিমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন তালুকদার,উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি,জেলা যুবদলের সাদস্য হাফিজুর রহমান বাবু ও রাসেল, কারিমুল, কৃষক দলের হেলাল,জেলা মহিলা দলের কোষাদক্ষ আয়শা আক্তার, বায়েজিদ হোসেন, বাদল হাওলাদার, কৃষক দলের বাপ্পি, সোহরাপ ফলিফা, মেজবুর, আমিরুল, মাসুম, মিজানুর রহমান,শামসুল,নুরুল ইসলাম মামুন, জাহাঙ্গীর ফকির, মাসুম বিল্লাহ, সাহেদুজ্জামান গোলদার, ছাত্র নেতা এস হাসান, সহ হাজার হাজার নেতা কর্মী।#