মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি মাধ্যমিক বিদ্যালয় (কেডিএ আবাসিক) ফুলবাড়ীগেট এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান।
এ সময় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর শিক্ষক মোঃ ওমর ফারুক।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ভূইয়া নুরুল হুদা, জাহিদ হাসান, হাসান সরদার, অপূর্ব সরকার প্রমুখ।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় কান্তি গাইন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ।#