খুলনা প্রতিনিধি………………………………………..
খুলনা আর্ট একাডেমি। ৩০৮,শের -এ- বাংলা রোডে অবস্থিত খুলনা আর্ট একাডেমিতে ১৯শে আগষ্ট রোজ শনিবার সন্ধ্যায় খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও সহকারী পরিচালক শিলা বিশ্বাস কে,এম জাহেদী জিহানকে পুরস্কার প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিযোগীর মাতা মোছাঃ নাজমা আফরোজ, সৌহার্দ্য বিশ্বাস, সম্প্রীতি বিশ্বাস,তাছনিয়া জাইফা। প্রতিযোগিতার আয়োজন করার কারণ বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ নেতা জাতির পিতা শেখ মুজিবুরের ঘরে জন্ম নেয় শেখ রাসেল। সেই নিষ্পাপ ছোট্ট শিশুকে অকালে পরিবারের সবার সাথে হত্যা করেছিলো নরো পিচাসরা।তার এই করুন মৃত্যু বাঙ্গালী কখনো মেনে নেয়নি আর নেবেও না। আর যতদিন বাংলাদেশ থাকবে সবাই মনে রাখবে।
খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিশুদের নিয়ে কাজ করেন। তাই শিশুদের প্রতি তার হৃদয়ে ভালোবাসা অঘাত। তাই শেখ রাসেল সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন। বর্তমান ছেলে মেয়েরা অনলাইনের ওপরে অনেক পারদর্শী তাই নবীনরা কতটুকু জানেন আমাদের শেখ রাসেল সম্পর্কে এর একটি জরিপ করার জন্য অনলাইনে এই প্রোগ্রামটি পরিচালনা করার উদ্যোগ নেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। সঠিক উত্তর দিয়ে প্রথম স্থান অধিকার করে কে,এম জাহেদী জিহান। সে খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণীতে পড়ে। তার পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে যে অসাধারণ দক্ষতা সৃষ্টি হয়েছে তাই খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক খুবই আনন্দিত। তার মাতা পিতাকেও ধন্যবাদ জানায় সন্তানকে উপযুক্ত শিক্ষা দিয়ে বড় করছেন।
এমন যদি প্রতেক নবীন শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সাথে যুক্ত থাকে তবে ভবিষ্যতে আমাদের দেশ আরো সুন্দর হবে এমন প্রত্যাশা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।