# মোসাঃ সুমাইয়া শহিদ. খুলনা…………………………………………………………..
শিক্ষা ও সাংস্কৃতি জীবনের সুন্দর পথ প্রদর্শন করে এই প্রতিপাদ্য নিয়ে ১০শে অক্টোবর ২০১৮ সাল থেকে নিয়ে এ পর্যন্ত সফলতার সাথে এগিয়ে চলছে, বাংলাদেশ বেতার খুলনা কতৃক নিবন্ধিত শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ। খুলনা জেলায় রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড কিসমত খুলনা এলাকায় অবস্থিত, শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘের আজ ১১ আগস্ট শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় নিজস্ব কার্যালয়ে সাপ্তাহিক সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন ক্লাস অনুষ্ঠিত্ব হয়েছে।
এদিকে সাপ্তাহিক সাংস্কৃতিক প্রশিক্ষণ সহ চিত্রাঙ্কন ক্লাসে উপস্থিত হয়ে খাতা, পেন্সিল ও রঙের সাহায্য সুন্দর চিত্রাঙ্কন করেছেন শিক্ষার্থীরা। উক্ত সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন ক্লাসে উপস্থিত ছিলেন, মোসাঃ সুমাইয়া শহিদ. মোঃ সাকিবুল ইসলাম, মোঃ আহসান হাবিব, মোঃ মোয়াজ, মোসাঃ সুমাইয়া, মোসাঃ আরমিনা” মোসাঃ মেহ জাবিন আশা, জুনায়েদ, রুহান, মীম, নাজমুল” ময়না, সাদিয়া, মিজারুল. রিয়াজুর. মেহরাব, মরিয়াম মোসাঃ আফসানা আক্তার মিম, মোসাঃ আসিয়া আক্তার সহ আরও অনেক শিক্ষার্থীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতিঃ মোঃ শেখ শহিদুল্লাহ্ আল আজাদ, মোঃ সাইদুল ইসলাম, মোসাঃ সুফিয়া খাতুন, মোসাঃ মারিয়াম ইসলাম সর্ণা প্রমুখ।#