খুলনা প্রতিনিধি………………………………………..
মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্দোগে ১৫আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার স্হপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকিতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্বা ও ভালবাসা জানিয়ে পাইকগাছা উপজেলা চত্বরে পুষ্পমাল্য অর্পন করেন।
মৌচাকের প্রতিষ্ঠা সভাপতি পঞ্চানন মল্লিক ও সভাপতি গাজী আব্দুল আলীমের নেতৃত্বে ৮’৩০ মিনিটে মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পাইকগাছা অফিস থেকে মৌচাকের কর্মকতাগণ যথাক্রমে উপদেষ্টা জি এম লিয়াকাত আলী, সিনিয়র সভাপতি কবি বেগম শামসুন্নাহার,যুগ্ম সাধারন সম্পাদক সামসাদ খান জেবা,প্রচার সম্পাদক কবি নাহিদ নির্জন নীল,,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা কবি লিপসা মন্ডল,দপ্তর সম্পাদিকা শতাব্দী সরকার,আরজিনা জামান অথৈ সদস্য,মহিলা সম্পাদিকা দিপা ইয়াসমিন,কনিষ্ট সদস্য শুভ সরকার,আফসানা জামান অরিন,স্পন্দন মল্লিক,মডেল সোহেল,রক মিলন,শিমুল কবি রবিউল ইসলাম,পরেশ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সকাল ৯টায় উপজেলা চত্বরে পুষ্পমাল্য অর্পন করেন এবং মৌচাকের উদ্দ্যোগে প্রকাশিত ভাজপত্র পত্রিকা আগত অতিথীদের মাঝে বিতরন করেন।পরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে শোকাহত আগস্টে জাতীর পিতা সহ সকল শহীদদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়। পরে মৌচাকের কার্য্যালয়ে দিবসটিতে বঙ্গবন্ধুর জীবনের উপর স্বরচিত কবিতা পাঠ ও আলোচনার মাধ্যমে শোকাহত আগষ্ট মাসের শোক দিবসের কার্যক্রম সমাপ্তি হয়।#