শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা আজ ৯ ডিসেম্বর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পরিষদের সামনে মানববন্ধনের মাধ্যমে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শেষ হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম,রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর।
রূপসায় উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মোঃ খায়রুল আলম লাভলু। বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যেতি কনা দাস, শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস, রূপসা থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুস সবুর খান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত সরকার।
রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়েদ ফারাজী।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শামসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, মঈন উদ্দীন, রূপসা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত আলী, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ার টেকার আঃ সালাম, ছাত্র প্রতিনিধি ফাহাদ গাজী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আখতার খান, আসমা আক্তার লিপি, সোহান শেখ, অসীম দত্ত, সুমাইয়া আক্তার প্রমূখ।#