
# মোহাঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা এর তেরখাদা উপজেলা শাখা সভাপতি মুফতী ফয়জুল্লাহর নেতৃত্বে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল তিনটায় উপজেলার তেরখাদা সদর কাটেংগা বরশাতসহ উপজেলার বিভিন্ন বাজারে, হাতপাখার গণসংযোগ ও নির্বাচনে লিফলেট বিতারন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি হাফেজ মহসিন, মাওলানা মাসুম বিল্লাহ,সোহেল রানা,শাহাজাহান, নুর ইসলাম, জামাল সরদার, ফয়জুল করিম, হাঃ আঃ কাদের, রুবেল লস্কর, মাও জামাল উদ্দিন, নাজিম মোড়ল, সাবাব শেখ মোঃ সবুজ শেখ গোলাম রসুল শিকদার, হাবিবুর রহমান সাগর আঃ সালাম মোঃ সফিউল্লাহ, আঃ শাকুর বিশ্বাশ প্রমুখ।#