# মোঃ মিজানুর রহমান: আজ ২৫ আগস্ট, সারাদেশের সাথে একযোগে খুলনার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক , খুলনা এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিকের জন্য একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, এন্ট্রি পদ নবম গ্রেড ধরে একটি চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন, বিদ্যালয় ও পরিদর্শন শাখার আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ মাধ্যমিকের সকল দপ্তরের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, অতিদ্রুত বকেয়া টাইম স্কেল/ সিলেকশন গ্রেডের মঞ্জুরী আদেশ প্রদান জারী এবং সকল শূন্য পদে নিয়োগ পদোন্নতি প্রদান ও পদায়নের পাঁচ (০৫) দফা দাবিতে খুলনা মহানগরীর দশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার খুলনা এবং খুলনার জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদান কর্মসূচীতে নেতৃত্ব দেন যথাক্রমে ঐতিহ্যবাহী খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও খুলনা জেলা বাসমাশিস এর সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রেহানা পারভীন , সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) আনার কলি, গভ: ল্যাবরেটরি হাই স্কুল, খুলনার প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু হানিফ, খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফেজ আব্দুল লতিফ, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির খুলনা জেলা কমিটির সভাপতি ও খুলনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ রেজাউল করিম, কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মোঃ সাইফুজ্জামান, ও জনাব মোঃ মিজানুর রহমান , জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সমর চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, জনাব সুরঞ্জিত মন্ডল, জনাব দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা ঝর্ণা, কোষাধ্যক্ষ মোহাম্মাদ মাসুম বিল্লাহ, শিক্ষক নেতা মোঃ হাসান, জেলা কমিটির সহ সম্পাদক জনাব মলয় কান্তি গাইন, সহকারী শিক্ষকদের মধ্যে নেতৃবৃন্দ এ সময় তাঁদের দাবি-দাওয়া গুলি প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কে অনুরোধ জানান
। বিভাগীয় কমিশনারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) এবং জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এ সময় শিক্ষক নেতৃবৃন্দকে তাঁদের উপস্থাপিত যৌক্তিক দাবি গুলি প্রধান উপদেষ্টা বরাবর তাঁর দপ্তর থেকে পৌঁছে দেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।#