1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫ দফা দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষক কর্মকর্তাদের চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো চার  বাড়ি,ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা গোদাগাড়ীতে থানা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেফতার শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বাঘায় মত বিনিমিয় সভায় চলনবিলের ঐতিহ্য রক্ষায়- ঝুঁকি ও বিকল্প পরিকল্পনায় রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় নির্মাণের দাবি বাঘায় টাইফয়েড টিকাদান ওরিয়েন্টেশন সভা, প্রায় ৪৭ হাজার শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে নাটোরে ডিবি পুলিশের অভিযানে মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোরে গেটকা প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার অন্তর্ভুক্তি ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ‎

খুলনায় ‘দলিত সমাবেশ- ২০২৩ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃফয়সাল হোসেন কয়রা, খুলনা প্রতিনিধি………………………………..

আজ ২২ ডিসেম্বর, ২০২৩ (শুক্রবার), সকাল ১০টায় সিএসএস আভা সেন্টার, ৮২ রুপসা স্ট্যান্ড রোড, খুলনাতে ‘দলিত সমাবেশ-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য (সংরক্ষিত আসন-৩০) অ্যাডভোকেট গেøারিয়া ঝর্ণা সরকার, এমপি। সভাপতিত্ব করেন বিডিইআরএম এর সভাপতি বিভূতোষ রায়।

সমাবেশে বক্তব্য রাখেন বিডিইআরএম এর উপদেষ্টা ও নাগরিক উদ্যোগ এর প্রধান নির্বাহী জাকির হোসেন, উন্নয়ন কর্মী মাজহারুল ইসলাম, মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ এর সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এর মহাসচিব নির্মল চন্দ্র দাস, বিডিইআরএম এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ললিত কুমার দাস, উপদেষ্টা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন সিকদার, সহ সভাপতি জয়ন্তী রানী দাস, সহ সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, সহ সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দে, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, নারী বিষয়ক সম্পাদক সনু রানী দাস।

সঞ্চালনা করেন বিডিইআরএম এর সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত। দলিত প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিডিইআরএম খুলনা জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হালীম, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পরিমল সিং বাড়াইক, ভোলা জেলা সাধারণ সম্পাদক খুলনা জেলা সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী, মাগুরা জেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, ঝিনাইদহ জেলা সভাপতি অধ্যাপক অমলেন্দু বিশ^াস, বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক রাজেন্দ্র নাথ রায়, সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস প্রমুখ।

সমাবেশ শেষে দলিত আন্দোলনে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ব্যক্তি পর্যায়ে সম্মাননা প্রাপ্তরা হলেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গেøারিয়া ঝর্ণা সরকার, এমপি; ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি; অ্যাডভোকেট আদিবা আনজুম মিতা, এমপি; লেখক ও গবেষক আলতাফ পারভেজ; উন্নয়নকর্মী মোঃ মাজহারুল ইসলাম; বিডিইআরএম এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ললিত কুমার দাস, উপদেষ্টা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন সিকদার।

সংগঠন পর্যায়ে সম্মাননা প্রাপ্ত সংগঠনগুলো হলো: বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, ঢাকা; মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ, ঢাকা; মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, মৌলভীবাজার; দলিত নারী ফোরাম, ঢাকা; উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, সাতক্ষীরা; অশ্রæমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা, যশোর; আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, শেরপুর; সেন্টার ফর স্যোসাল ডেভেলপমেন্ট (সিএফএসডি), বরিশাল; প্রভাতী উন্নয়ন সংস্থা, ভোলা; গীতা ফাউন্ডেশন, খুলনা এবং শাশ্বতী দলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থা, যশোর।

সমাবেশে বক্তাগণ বলেন, দলিত জনগোষ্ঠীর এখনই একত্রিত হওয়ার সময়। মহান জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সময়ের দাবী। একইসাথে আগামী সংসদ অধিবেশনে প্রস্তাবিত ‘বৈষম্য বিরোধী আইন-২০২২’ পাস করতে হবে। সে লক্ষ্যে সকল দলিত সংগঠন, মানবাধিকার ও নাগরিক সংগঠনের পাশাপাশি সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট