1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের গণসংযোগ ও ৩১দফার লিফলেট বিতরণ  তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা  নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন ‎ বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ’২৫ এর উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে কৃষকদলের লিফলেট বিতরণ দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ র‍্যালি পুরস্কার বিতরণ ও আলোচনা  নওগাঁর মান্দায় র‌্যাব-৫ এর অভিযানে গাঁজা, ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক গোমস্তাপুরে সমকাল মেধা অন্বেষণ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

কালীগঞ্জ মোক্তারপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণাভিযান তুঙ্গে

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ৷ (গাজীপুর) প্রতিনিধি……………………………

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন এলাকার স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আখতারুজ্জামান এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধনপুরে উঠান বৈঠকে মোক্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুল কাইউম খলিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বড়গাঁও বাজারে উঠান বৈঠকে হেকিম মেম্বার সভাপতিত্বে এবং মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় বড়গাঁও বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর পর সেগুন তলা লাইলী মার্কেটে উঠান বৈঠকে রশিদুল ইসলাম (সবুজ) এর সভাপতিত্বে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ডেমরা ৫ নং ওয়ার্ডে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল আলম হিরুর সভাপতিত্বে, মোক্তারপর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন এর সঞ্চালনায় ডেমরার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাওরাইদ উঠান বৈঠকে সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে মোক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক মেম্বার সেলিম মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আখতারুজ্জামান ।

আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড্য: আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, মুক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরন, গাজীপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তসলিমা রহমান লাভলী ,তুমুলিয়া ইউনিয়ন পরিষদ এর বার বার নির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর (বাক্কু),নাগরী ইউনিয়ন এর সাবেক সফল চেয়ারম্যান এড্য: সিরাজ মোড়ল,কালিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর বাদল হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ইব্রাহিম খন্দকার, ,গাজীপুর জেলা ছাত্র লীগের সাবেক সাংঘঠনিক সম্পাদক বেনজির আহমেদ, কালীগঞ্জ উপজলা জাতীয় শ্রমিক লীগের কার্য নির্বাহী সম্পাদক ইউসুফ, মো: মুক্তাদির হোসেন, কালীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, রোমেল,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য মোঃ বাবু বাগমার সহ প্রমুখ।

অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, আমরা নৌকার বাইরে না আমরা প্রার্থীর বিপক্ষে, আমাদের এলাকার ছেলে, সুখে দুঃখে আমরা যাকে পাই, সে আমাদের আখতার ভাই, আমরা যারা আওয়ামীলীগের নেতৃবৃন্দ আছি আমাদের মনোনীত প্রার্থী আখতারউজ্জামান কে ট্রাক মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিব। আপনারা কারো কথায় বিভ্রত হবেন না, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আখতারউজ্জামান কে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড্য: আশরাফী মেহেদী হাসান বলেন: প্রধানমন্ত্রী জননেত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে পদক্ষেপ নিতে চাচ্ছেন, তারই অংশ এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, সারা বিশ্বকে শেখ হাসিনা দেখিয়ে দিতে চান যে চেয়ারে বসে ও সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনে জয় লাভ করা যায়।তাই আগামী ৭ই জানুয়ারি আমাদের প্রিয় নেতাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে পারবো এটাই আমার বিশ্বাস। আপনার আগামী ৭ ই জানুয়ারি নিজের ভোট দিয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশিদের কেও ভোট সেন্টারে নিয়ে আসবেন এবং ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাদের প্রিয় নেতাকে মহান সংসদে পাঠাবো এটাই আমার বিশ্বাস। আমাদের উন্নয়ন কাজ অনেক হয়েছে, ঢাকার সাথে যোগাযোগ এর বাস বা অন্য কোন পরিবহন নেই। এটাই আমাদের কালীগঞ্জে অনেক উন্নয়ন এর মধ্যে একটি,পনের বছর এত সুন্দর উন্নয়ন করেছেন আর এখন অন্য প্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলতে হয়। হুমকি দামকি দিতে হয়, যদি সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করতো তখন কি করতেন৷ নির্বাচনকে এত ভয় পান কেন, আপনার উন্নয়ন এর কথা জনগণকে জানান, দেখবেন জনগন আপনাদের কতটা মুল্যায়ন করে।

এবার গণজোয়ার উঠেছে, ট্রাক মার্কায় ভোট দিয়ে পূনরায় জন নেত্রীকে কে আবারও দেশের প্রধান মন্ত্রী হিসাবে দায়িত্ব দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথীর বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযুদ্ধা আখতারউজ্জামান বলেন, মেহের আফরোজ চুমকি গত ১৫ টি বছর আওয়ামীলীগকে ভাইলীগ, বোনলীগ, আত্মীয় লীগে পরিণত করেছে তেগী নেতাদের অবমূল্যায়ন কালীগঞ্জ উপজেলার রাস্তাঘাটের উন্নয়ন না করার কারণে জনগণ আমাকে গ্রহণ করেছে এবং আগামী ৭ তারিখ নির্বাচনে আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

তিনি বলেন আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। একটি কুচক্রী মহল নির্বাচন কে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আপনারা কেউ বিভ্রান্ত না হয়ে আমার প্রতিক ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুজোগ দিবেন। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সকল বক্তারা ৭ই জানুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে আখতারুজ্জামানকে জয়যুক্ত করার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট