# মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি…………………………….
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা লংঘনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড ও দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়া।
এসময় বেঞ্চ সহকারী আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন।
সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার রাতে (৩০ ডিসেম্বর) উপজেলার মোক্তারপুর এলাকায় সরকারী আদেশ ও আচরণ বিধি লংঘনের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় নৌকা প্রতীকের দুই কর্মী-সমর্থক মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত আঃ মোতালিব খন্দকারের পুত্র শফিকুল ইসলাম খন্দকার ও একুতা গ্রামের মোঃ নুরুল হকের পুত্র তাইফুর মুরসালিনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১৮(১) ধারায় একুতা গ্রামের শেখ মোঃ মোসলেহ উদ্দিনের পুত্র নৌকা প্রতীকের সমর্থক মোঃ সামসুল আলমকে ৩০ হাজার ও সাওরাইদ গ্রামের মোহাম্মদের পুত্র মোঃ সেলিম শেখকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।#