নতুন বছর
…………….রচনাঃ মোঃ শেখ শহিদুল্লাহ্ আল আজাদ
এলো আবার নতুন বছর,
একটি বছর ঘুরে।
নতুন বছর নতুন মাস,
নতুন ভাবে সাঁজে।
এলো আবার মুসলমানের,
নিয়ে খুশির বারতা।
সকলে আবার নতুন করে,
সাজাবে নিজের পূর্নতা।
এলো আবার নতুন বছর,
একটি বছর পরে।
কেউ আবার রাখবে রোজা,
কেউ বা রবের ইবাদতে।
নতুন ভাবে চাইবে ক্ষমা,
সৃষ্টিকর্তার কাছে।
নতুন ইবাদতে কাটাবে রাত,
কেউ বা আবার আসবে ফিরে,
হতে প্রভুর মোহ্তাজ।
নতুন বছর নতুন করে,
রঙিন হোক জীবন সকল।
১০ই মহররম সবার মাঝে,
জীবন সাজাও মরার আগে।
পরিপূর্ণ মুমিন হয়ে,
জীবন সাজাও রঙিন ফুলে।
………………………….০………………………………
২.