আবেগে ছুটেছি তোমাদের পিছনে
এস এম মনিরুজ্জামান আকাশ
(সুত্রঃ সমুদ্রের তীরে প্রাতঃকালে এক পেয়ালা অমৃত হাতে দাড়িয়ে থাকা অপ্সরাদের প্রানে উৎসর্গীত)
কোন কিছুই না বুঝে ছুটেছি আবেগে তোমাদের পিছু, অপ্রকাশিত প্রত্যাশায় একতরফা সিদ্ধান্তে বুঝিনি কিছু, তোমাদের মঙ্গল চেয়েছি সারাক্ষণ লোকের অগোচরে, ভাবনায় রেখেছি সব সময় মাঠে ঘাটে বিলে পথে প্রান্তরে।
সৌজন্যতা পেয়েছি কারো আবার মেলেনি কারো কাছে, সামনে মন্দ বললেও কেউ বলেছো ভালো অন্যকে পাছে, তিন কন্যা অতি অসাধারন অনন্যা রোজ লোক মুখে শুনি, তোমাদের কথা শুনে ইচ্ছে জাগে এ মনে আমিও হই গুনী!
তোমরা আমার সহপাঠী কেউতো বয়োকনিষ্ঠ হিসাবে, লাবন্য মাধুর্যে সকলের হিয়ায় আমি মুগ্ধ ছিলাম স্বভাবে, একতরফা ভালোলাগা থেকে মন মন্দিরে এঁকেছি ছবি, প্রেমের কথা লিখতে লিখতে লোকে বলে হয়েছি কবি!
একজনের পর্ব শেষ হয়ে গেলে আশায় বাঁধি শুন্য বুক হয়তো এবারও আমার বন্ধুত্বই তার শুন্য বুকে জাগাবে সুখ, সীমিত সাধ্যের মধ্যে সিদ্ধান্ত নিয়ে লোক লাগালাম কাজে, লোকেরা কোন কাজই করেনি, তাদের উদ্দেশ্য ছিলো বাজে!
একতরফা পরিস্থিতিতে শুন্য হলো এ বুক শুন্য হল হৃদয়- সময়ের দরকষাকষিতে ভাগ্য নিশ্চুপ থেকে আনে পরাজয়, শেষ ভালো যার সব ভালো তার এ কথা ভেবে উঠে দাড়াই, আশা আকাঙ্খায় বাঁধি এ বুক যদি কনিষ্ঠার সম্মতি পাই।
মুখে কিছু করিনি প্রকাশ সব সদা সময় থেকেছি পাশে, হয়তো ভেবেছি পরিস্থিতি আমায় যদি কর্মে ভালোবাসে, কন্টকময় পথ আমার হয়নি মসৃন চলেছি আবেগে জীবনে, পাওয়া হয়নিতো কিছুই আবেগে ছুটেছি তোমাদের পিছনে!
লেখক পরিচিতি: প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ, চাটমোহর, পাবনা।