নীল বেদনা
এস এম মনিরুজ্জামান আকাশ, প্রভাষক- সমাজবিজ্ঞান বিভাগ
আমি! আমি এমন একজন মানুষকে খুঁজে ফিরি- রোজ হৃদ বাতায়ন খুলে চলতে যে হাত ধরে তার, জীবনে কখনো ভালোবাসা পায়নি যে কভূও আকাঙ্খায়- একজন নারীর জীবনে একজন স্বপ্ন পুরুষের মুক্ত ছোঁয়ায়, থাকে যে দরাজ দিলে ভালোবাসার ডালি মেলে উজার- আমি আজও খুঁজে ফিরি তারে আজন্ম প্রেমে এক কুমারী!
মাঝে মাঝে মনে হয় ভাবি! এ বিষন্ন হৃদয়ের ভাবনায়- মৃত্যুর আগে যদি পেতাম একজন মানুষ পাওয়ায় এ মনের তরে, যে নিবিড় চিত্তে মন উজাড় করে নিরেট আমাকে ভালোবাসবে- আগলে রাখবে বুকের কোনে; হৃদয়ের গহীনে দুঃখ-সুখে হাসবে, যদি থাকে নিজের বুকে কষ্ট, সে গুলো ভাগ করবে আমারে- ভেবে ভেবে বিলাতে নিজেকে স্বপ্ন ভর করে ইচ্ছে ডানায়!
যেজন হবে একান্ত আপন পাইনি, মেলেনি দেখা তার- রেখেছি নিজেকে স্বযতনে তার জন্য সাজিয়ে পরিপাটি, খুঁজে অপেক্ষায় আছি, শুভ্রতা মন্ডিত রয়েছে হৃদয় আমার- দেবো তারে দিলে ধরা বাহুডোরে পুঞ্জীভূত সবটুকু প্রেম উপহার, হয়তো আমার জন্য রয়েছে তার হৃদয়ে সঞ্চিত প্রেমটুকু খাটি- আজন্ম লালিত স্বপ্নের প্রতিচ্ছবি রুপ ভাষায় হবে একাকার!
আঠাশটি বসন্ত করেছি পার, বসতে যে তার মুখোমুখি- প্রাপ্তি প্রত্যাশা লালন করে তিলে তিলে কাটছে মুহূর্ত দিন, ভালোবাসা না পাওয়ার নীল দংশনে আহত এ হৃদয় ক্ষতবিক্ষত- প্রতিনিয়ত বিশ্বস্ত মানুষের সন্ধানে খুঁজেছি মানুষ মনের মত, মেলেনি দেখা, পাইনি খোঁজ ভেঙ্গেছে বিশ্বাস বেড়েছে ঋণ- নীল বেদনার স্পর্শিত লাবণ্যে প্রেম বিজয়ে হয়তো হবো সুখী…
(সুত্রঃ লার্নেড স্পর্শ লাবন্য দিবা রুমানা জেবিন, জেলা ও দায়রা জজ আদালত, ফরিদপুর-কে অসামান্য উপলদ্ধির নির্বাক উচ্চারণে উৎসর্গীত)