ছায়া
– সালমা আক্তার লুবনা
জীবন যেমন যাচ্ছে চলে এমনি কি আর রইবে পড়ে ? তুমি, আমি , আমরা সবাই যাব একদিন অন্ধ ঘরে ।
রইবে পড়ে যা আছে সব ফ্রেমে বাঁধা ক্ষণ অনুক্ষণ,
বিরক্তি আর অবহেলার কাটছে কাটুক যাক না বেলায়
অস্থায়ী এ নড়বড়ে ঘর হিসেবে কেও আপন বা পর… অপর পাড়ে শুধুই যে রব রইবে পড়ে একলা যে শব ।
মৃত্যূ আছে ছায়ার মতো ছুটবে না সে ছুটাই যত । তাইত একা একলা মনে থাকাই ভালো আপন ঘরে ।#