মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার কর্মরত এসআই কাউসার আলীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তিনি অত্যন্ত সৎ, ভদ্র ও ভালো মনের মানুষ। মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর মহল্লার বাসিন্দা কাউসার আলী (পিতা রফিকুল ইসলাম) দীর্ঘদিন ধরে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সততার সঙ্গে কাজ করে আসছেন। অথচ সম্প্রতি স্ত্রী তানিসা ইসলাম তৃপ্তির দায়ের করা যৌতুকের মামলা ঘিরে তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর বক্তব্য, কাউসার আলী কখনো যৌতুক দাবি করেননি কিংবা স্ত্রীকে নির্যাতন করেননি। বরং তিনি বহু বছর ধরে অতি সাধারণ জীবন-যাপন করে আসছেন। তার এখনো কাঁচা ঘরে বসবাস, নিজস্ব বাড়িতে একটি পানি খাওয়ার মটরও পর্যন্ত নেই। তারা এখনো সাপ্লাই পানি খাই। বসত বাড়িটাও কোনরকম বসবাসের উপযোগী। বাড়ি দেখে মনে হবে না এটা এস আই এর বাড়ি। অনেকের মতে, সততার সঙ্গে জীবনযাপন করাই তার একমাত্র ‘অপরাধ’।
গ্রামবাসীরা জানান, কাওসারের সততা ও সাদাসিধে জীবনযাপনের কারণে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত সম্মানিত। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন। সবাই একবাক্যে বলেছেন,“কাওসার অত্যন্ত ভালো ছেলে, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
এলাকাবাসীর দাবী, একটি মহল পরিকল্পিতভাবে এসআই কাওসারকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার জন্য ষড়যন্ত্র করছে। তারা এ ধরনের মিথ্যা মামলার তদন্ত সঠিকভাবে করে দ্রুত তাকে সম্মানজনকভাবে মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।#