# শহিদুল্লাহ্ আল আজাদ.খুলনা থেকে……………………………………….
খুলনা জেলায় রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড কিসমত খুলনা.(খোড়ার বটতলা) মোড়ে অবস্থিত. শুরু হোক সাফলতার গল্প এই প্রতিপাদ্য নিয়ে সফলভাবে এগিয়ে চলেছে আরব বাংলাদেশ. এবি এজেন্ট ব্যাংকের রূপসা শাখা কার্যালয়।
এদিকে আজ ২২ জুলাই শনিবার নৈহাটি ইউনিয়নের ৭.৮.৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ রেশমা আক্তার এর বাড়ী বিকাল ৪ টার সময় এবি ব্যাংক এর সুবিধা ও সঞ্চয় হিসাব ও সহযোগিতা বিষয়ে বিশেষ উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় এবি ব্যাংক রূপসা শাখার এমডি, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের সত্বাধিকারী ও এবি ব্যাংক রূপসা আউটলেট শাখার এমডি রবিউল ইসলাম, এবি এজেন্ট ব্যাংকিং বিষয়ে বলেন, আরব বাংলাদেশ একটি পুরাতন এজেন্ট ব্যাংকিং এই এজেন্ট ব্যাংকিং থেকে সকল গ্রাহকগণ পাচ্ছেন. সঞ্চয় ও চলতি হিসাব, স্কুল ব্যাংকি হিসাব, মাসিক সঞ্চয় হিসাব, মেয়াদি হিসাব, প্যারোলে ম্যনেজমেন্ট, নগদ জমা নগদ উত্তোলন, বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান, বিল সংগ্রহ, ফ্লাড ট্রান্সফার, বালেন্স অনুসন্ধান, মিনি ব্যাংক স্টেটমেন্ট, ডেবিট কার্ড ও চেক, ইন্টারনেট ব্যাংকি, আর টি জি এস সহ অন্য সকল ব্যাংকের একই রকম কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
এ ছাড়া ও উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে এবি এজেন্ট ব্যাংকিং বিষয়ে আরও আলোচনা সহ সকল বিষয়ে উপস্থিত সকলের মাঝে বিশেষ আলোচনা করেন. নৈহাটি ইউনিয়নের ৭.৮.৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ রেশমা আক্তার, মোহাম্মদ ইমদাদুল হক,মো: মান্নান শেখ, আব্দুল জলিল মোড়ল সহ এবি ব্যাংক আউটলেট ম্যানেজার শিমুল হোসেন রনি, মার্কেটিং ম্যানেজার মীর জুবায়ের হাসান সজীব, আরো উপস্থিত ছিলেন আফরোজা শারমিন,শিমলা আক্তার, ফারজানা খাতুন, ঐশী সুলতানা প্রমুখ।#