# ফজলুল হক -ধোবাউড়া ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে উত্তোলনকত স্তুপ করে রাখা বালু উদ্ধারপূর্বক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন ও সহকারী কমিশনার(ভূমি) সালা উদ্দিন বিশ্বাস সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ১৭ লরি বালু বিভিন্ন মসজিদে হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, উদ্ধারকৃত বালু উপজেলার বিভিন্ন মসজিদে হস্তান্তর করা হয়েছে।#