1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাংবাদিক এফ এম বুরহান এর নানার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া উচ্চ আদালতের রায় পেয়েও জমি দখলে যেতে পারছে না লালপুরের অসহায় আদিবাসী নিরেন্দ্রনাথ পরিবার হাজারও মুসল্লীর ভালবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন সাংবাদিক শিবলীর নানী গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার করেছে পুলিশ রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট ২, সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৪ উচ্চ তাপমাত্রায় ভূমিকম্পে কেপে উঠলো কালীগঞ্জ রূপসায় আজিজুল বারী হেলালের নৈহাটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা, পথসভা  নওগাঁর শেখপুরা জামে মসজিদে মকতুবাদ শরীফের মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ ইসলামী দল নির্বাচিত হলে এক টাকাও চুরি ডাকাতি হবে নাঃ অধ্যক্ষ ইউনুস আহমাদ

উচ্চ আদালতের রায় পেয়েও জমি দখলে যেতে পারছে না লালপুরের অসহায় আদিবাসী নিরেন্দ্রনাথ পরিবার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন লালপুর-নাটোর নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রামকান্তপুর এলাকায় মামলার পরে প্রথমে সহকারী জজ আদালত ও পরে আপীলে উচ্চ আদালতে অর্থাৎ ২টি আদালতেই রায় পেয়েও নিজ জমিতে দখলে যেতে পারছেন না শ্রী নিরেন্দ্রনাথ সরকার নামের এক অসহায় আদিবাসী পরিবার।বর্তমানে জমিটি দখলকারী পক্ষ স্হানীয় প্রভাবশালী ও ক্ষমতাধর হওয়ায় চরম আতঙ্কে রয়েছেন অসহায় এই ভুক্তভোগী পরিবার।রায়ের পরে স্হানীয় চেয়ারম্যান সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিদের কাছে ধর্না ধরেও কোন সুফল আসেনি এই পরিবারটির।

মামলার নথি ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা মৌজার জমিজমা নিয়ে নিরেন্দ্রনাথের বিরুদ্ধে সহকারী জজ আদালতে একটি মিথ্যা মামলা করেন একই এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে আব্দুর রহমান(জামাল)দিং।পরে ঐ আদালতে আদিবাসী নিরেন্দ্রনাথ সরকারের পক্ষে রায় হয়। সেই রায় আব্দুর রহমান(জামাল)দিং না মেনে উচ্চ আদালতে আপিল করলে সেখানেও আদিবাসী নিরেন্দ্রনাথ সরকারের পক্ষে রায় হয়। নিরেন্দ্রনাথ সরকার মামলার পূর্বে থেকেই জমিটির নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন বলেও কাগজপত্র প্রমাণিত হয়।

এব্যাপারে নিরেন্দ্রনাথ সরকারের ছেলে সনদ কুমার সরকার সংবাদকর্মীদের সামনে আদালতের রায়ের কপি দেখিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং সম্পূর্ণ তথ্য বর্নান করে বলেন রায়ের পরে স্হানীয় প্রশাসনের পরামর্শক্রমে ইউনিয়ন চেয়ারম্যান এর নিকট জমিটি বুঝিয়ে পেতে আবেদন করেছিলাম।সেখানেও কোন কাজ হয়নি।

এ বিষয়ে দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু সংবাদ কর্মীদের বলেন আবেদন পাওয়ার পরে আমি বেশ কয়েকবার উভয় পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ করে আব্দুর রহমান (জামাল)দিংকে হাজির না পেয়ে নিরেন্দ্রনাথ সরকার পক্ষকে পুনরায় উচ্চ আদালতে যাওয়ার লিখিত আদেশ দিয়েছি। এ ব্যাপারে আব্দুর রহমান (জামাল)দিং সংবাদ কর্মীদের সাথে কথা বলতে রাজি হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট