1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে  হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শিবগঞ্জে হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ওসমান হাদি হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ  ছাব্বিশ দিনেও ক্ষতের চিহৃ স্পস্ট দেখা গেলেও মেলেনি আইনি সহায়তা বাঘায় হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ  ঈশ্বরদীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রংপুরের বদরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম গ্রেপ্তার সাপাহার সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল সহ যুবক আটক বড়াইগ্রামে স্বামী-স্ত্রী সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, থানায় এজাহার দায়ের রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ৩য় কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী,পাবনা : ঈশ্বরদীতে অনুষ্ঠিত হলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা। কোমল মতি শিক্ষার্থীদের মেধা যাচাই, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও শেকড় মজবুত করতে এই উদ্যোগ সহায়ক বলে মনে করছেন এ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ও অভিভাবকরা। ছোটদের এই বড় পরীক্ষা যেন আতুর ঘরের এক সাহসী দীপশিখা। বেশ আগ্রহ নিয়েই যেন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এ পরীক্ষায় অংশ নিয়েছে
উপজেলার ৩২ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৬ শতাধিক ক্ষুদে শিক্ষার্থীরা। শুক্রবার(১৯ ডিসেম্বর) ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করতে সকাল থেকে কেন্দ্রের মাঠে পরিক্ষার্থী ও অভিভাবকদের সমাগম দেখে মনে হয়েছে পরিক্ষা যেন ক্ষুদে শিক্ষার্থী-অভিভাবকদের একটি উৎসব। ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরিক্ষায় কেন্দ্র পরিদর্শন করেছেন ঈশ্বরদী মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না।

পরিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অপেক্ষাকৃত অভিভাবকরা জানিয়েছেন, এই বৃত্তি পরীক্ষা আমাদের কাছে এবং আমার সন্তানদের কাছে একটি উৎসব- উদ্দিপনার মত মনে হচ্ছে। বৃত্তি পেতেই হবে এমন কোন বিষয় না। তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগি হওয়ার মানসিকতা তৈরির লক্ষ্যে এ পরিক্ষায় অংশগ্রহন করিয়েছি যাতে তারা শুধু খেলাধুলা নয় বইমুখীও হতে পারে।

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগী করে তুলতে সহায়ক হবে এবং এই উদ্যোগ আগামিতে সুষ্ঠু জাতি গঠনে ব্যাপকভাবে সহায়ক হবে। শুধু তাই নয় এসকল পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার সঠিক মুল্যায়নও সম্ভব হবে বলে আমি মনে করছি।

ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ বলেন, আমাদের এ্যাসোসিয়েশনের আওতায় ৩২ টি প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিকের বেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের আগ্রহ ও অভিভাবকদের দেখে মনে হচ্ছে এটি কোন উৎসবে পরিনত হয়েছে। শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগী পড়াশোনায় এগিয়ে থাকতে এ পরীক্ষাগুলো সহায়ক হিসেবে কাজ করবে। এ্যাসোসিয়েশনের কেন্দ্র সচিব মোঃ রিয়াজুল ইসলামের সার্বিক তত্ববধানে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার হল সুপারের দায়িত্বে ছিলেন এ্যাসোসিয়েশ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ।

এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, বাঁশেরবাদা ডিগ্রি কলেজের সাবেক সহকারি অধ্যাপক আতাউল হত নান্নু, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক কবির আলী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশিকুর রহমান লুলুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট