শাহরিন সুলতানা সুমা: গাইবান্ধাঃ ইমাদপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় নানান সমস্যায় জর্জরিত। সীমাণা প্রাচীর নির্মাণ করা দরকার, বহুতল ভবন নির্মাণ করা দরকার ওয়াচ ব্লক ভবন নির্মাণ কাজ চলছে ৫৭ লক্ষ টাকার কাজ ২ বছরেও শেষ হয়নি।অথচ কাজ ভবন নির্মাণ করা দরকার দ্রুত।
ঠিকাদার মোঃ তাজুল ইসলাম কাজ সঠিকভাবে নিয়ম মোতাবেক করছে না। এজন্য এলকাবাসির পক্ষে সাংবাদিক মাননীয় প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ,মাননীয় গণশিক্ষা উপদেষ্টা, জেলা প্রশাসক, রংপুর বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর, ডি ডি রংপুর জেলা শিক্ষা অফিসার , রংপুর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মিঠাপুকুর, ডিডি রংপুর সরকারের বিভিন্ন মন্ত্রণালয় লিখি ত আবেদন করেছে।#