1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর করিমপুরে নিম্নমানের বাঁধ নির্মাণ: এলাকাবাসীর ক্ষোভ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাঘায় পথ হারানো শিশুকে পরিবারের কাছে ফেরত দিল পুলিশ শিবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, দুইজনের কারাদণ্ড আত্রাইয়ে ডেঙ্গু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন গোদাগাড়ীতে তরুণী ধর্ষণ মামলায় র‌্যাব-৫ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃত্বে পরিবর্তন, কমিশনের হাতে নির্বাচনের দায়িত্ব  সাদুল্যাপুরের  নলডাঙ্গা পূর্ব প্রতাফ সর: প্রা: বিদ্যালযয়ের ওয়াচ ব্লক নির্মার্ণে অনিয়মের অভিযোগ  নওগাঁর পোরশা গাঙ্গুরিয়া মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসায় ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁর আত্রাই নাটোর আঞ্চলিক মহাসড়ক সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের হিড়িক

আবারও রাজশাহীর শ্রেষ্ঠ ওসি হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন, চতুর্থবারের মতো সম্মাননা লাভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন আবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। রাজশাহী জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) রাজশাহী জেলা পুলিশ লাইনসে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম পিপিএম (সেবা) এর সভাপতিত্বে ওসি রুহুল আমিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, সার্কেল অফিসারবৃন্দ, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগেও ২০২৫ সালের ১৭ এপ্রিল রাজশাহী রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায় ওসি রুহুল আমিন শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। পরবর্তীতে মে মাসের অপরাধ সভাতেও তাঁকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। এবারে পরপর চতুর্থবার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রাপ্তি তাঁর পেশাদারিত্ব, নিষ্ঠা এবং নিরবচ্ছিন্ন সফলতারই প্রমাণ।

গোদাগাড়ী থানায় যোগদানের পর থেকেই তিনি মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং নির্মূল, নারী ও শিশু নির্যাতন দমন, জুয়া ও চোরাচালান বিরোধী কার্যক্রমসহ নানা ধরনের অপরাধ প্রতিরোধে দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছেন। একইসাথে তিনি কমিউনিটি পুলিশিং জোরদারকরণ, স্কুল-কলেজে সচেতনতামূলক সভা, ইভটিজিং প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করছেন। তাঁর নেতৃত্বে গোদাগাড়ী থানার পুরো টিম একটি সুশৃঙ্খল ও দক্ষ বাহিনী হিসেবে কাজ করছে।

ওসি রুহুল আমিন একাধারে কঠোর আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং অন্যদিকে একজন মানবিক পুলিশ সদস্য হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর সৌজন্যমূলক আচরণ, সমস্যা সমাধানে উদ্যোগী মনোভাব এবং দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা তাঁকে সাধারণ মানুষের আস্থাভাজন করে তুলেছে।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি রুহুল আমিন বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, গোদাগাড়ী থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমি কৃতজ্ঞ জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতি, যিনি আমাদের প্রতিনিয়ত উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন। একইসাথে কৃতজ্ঞ গোদাগাড়ী বাসীর প্রতি, যাঁদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”

জাতীয় পর্যায়ে বারবার স্বীকৃতি পাওয়া এই পুলিশ কর্মকর্তার দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং মানবিক দৃষ্টিভঙ্গি পুলিশের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট