# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় যেকোনো সময় উপচে পড়ে প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেছেন।
কাশিয়াবাড়ি, জাতআমরুল, বেওলা, শুটকিগাছা, নন্দনালী ও বান্দাইখাড়া ও মুনিয়ারি ইউনিয়নের বন্যাপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করা হয়, যেখানে ইতোমধ্যে বন্যার পানি প্রবেশ করে ফসলী জমি ও বসতবাড়ি প্লাবিত হয়েছে। ঝুঁকিপূর্ণ প্রতিসর রাস্তা, কাশিয়াবাড়ি সুইজগেট এবং আশেপাশের এলাকা পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাশিয়াবাড়ি সুইচ গেটে আটকে থাকা আবর্জনা ও বারকাস (বাঁধের গেট) মুক্ত করা হয়। এরপর সেখান থেকে জাত আমরুল হয়ে বান্দাইখাড়া পর্যন্ত অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান দৈনিক সবুজনগর কে বলেন, নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় জনগণকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন মনিটরিং চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, যেকোনো জরুরি সহায়তার জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আমরা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছি। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী, পিআইও, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।#