1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় উপজেলা দিবস ২০২৫ উদযাপন  যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রার্থী কে মনোনয়ন দেওয়া হলে ধানের শীষের বিজয় নিশ্চিত : সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার লালপুরে সরকারি গাছ কর্তন, ৪ জনের বিরুদ্ধে  অভিযোগ বাঘায় সাবেক স্ত্রী-শাশুড়িকে পেটালো ডিভোর্স দেওয়া জামাই ,হাসপাতালে ভর্তি কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ নওগাঁ পুলিশ সুপার এর নির্দেশনায় ডিবির মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাজা সহ ২ জন গ্রেফতার শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে কাপড় ব্যবসায়ীদের ​হাদির মৃত্যুতে অগ্নিগর্ভ জনপদ: বিচার ও শান্তির সন্ধানে বাংলাদেশ মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে রাজশাহীতে বিভাগীয় সম্মেলন শিবগঞ্জে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আত্রাইয়ে রহস্যজনকভাবে নিখোঁজ যুবকের ৭ দিনেও মেলেনি সন্ধান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে পুলিশের কথিত সোর্স সুমন (৩৮) নামের এক ব্যক্তি ৭দিন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজ হওয়াকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা। নিখোঁজ সুমন উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামের সাহাদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জুন দিবাগত রাত ১২ টার দিকে সুমনের মোবাইলে একটি ফোন আসে। ওই ফোন পেয়ে তিনি নাটোর যেতে হবে বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এদিকে গত ২১ জুন সন্ধ্যায় কয়সা গ্রামে রাস্তার ধারে রক্ত পরে রয়েছে এমন সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি কিসের রক্ত পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। নিখোঁজ সুমন পুলিশের সোর্স বলে এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে। তবে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম।

এ ব্যাপারে সুমনের স্ত্রী বুলি বিবি গত ২১ জুন আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের ৭ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো বলেন, ছোট ছোট তিনটি সন্তান নিয়ে দুশ্চিন্তার মাঝে রয়েছি। স্বামীকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

এ ব্যাপারে শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি দুঃখজনক, আমি আশাকরছি প্রশাসন বিষয়টি গুরুত্বর সাথে দেখবেন।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জহুরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন ভাবে তার সন্ধ্যা ন করার চেষ্টা করছি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করছি এবং প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট